রাজ্যের খবর

একই ফ্রেমে বার্লা-তৃণমূল প্রার্থী, বাড়ল দলবদলের জল্পনা

Barla-Trinamool candidate in the same frame, speculation of party change increases

Truth Of Bengal: একই ফ্রেমে বার্লা- তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, দলবদলের জল্পনা আবারও বাড়ছে। বুধবার বিকেলে মাদারিহাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো প্রচার চালাচ্ছিলেন বিন্নাগুড়ি এলাকায়। সেসময় সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার সাথে সাক্ষাৎ হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আশীর্বাদ চান তৃণমূল প্রার্থী। জল্পনা ছড়িয়েছে তবে কি জন বার্লা তৃণমূলের পথে। দুদিন আগেই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জন বার্লার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অন্যদিকে এখনো পর্যন্ত বিজেপির প্রচারে নামেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরবঙ্গে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। বার্লার বোন মেরিনা কুজুর পদ্মের সংসর্গ ত্যাগ করে যোগ দিয়েছেন তৃণমূলে। এবার কী জন বার্লাও সেই পথে, উঠছে সেই প্রশ্ন।