মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপির নির্দল কাঁটা, দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে এসসি মোর্চার সহ-সভাপতি
BJP's independent thorn in Midnapore assembly by-election, SC Morcha vice-president in fight against party candidate

Truth Of Bengal: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচন। এই ছয়টি বিধানসভার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা। এই বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ এর নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন জুন। সেই জন্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তিনি।
ওই শূন্য আসনে বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজয় হাজরা। তার প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভদীপ রায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন তাঁরই দলের এক নেতা। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির এসসি মোর্চার সহ-সভাপতি নান্টু কুইলা। জেলার নারায়ণগড় এলাকার নেতৃত্ব হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। তিনি নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনের লড়াইয়ে নামায় বিজেপির ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা প্রবল।
এই নিয়ে, মেদিনীপুরের জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি অবশ্য নান্টু কুইলাকে দলের নেতা বলতে নারাজ। এমনকি তাঁকে চেনেন না বলে দাবি করেন। কেন প্রার্থী হয়েছেন এ নিয়ে মুখ খোলেননি নান্টুবাবু। তবে তিনি দলের শাখা সংগঠন এসসি মোর্চার সহ-সভাপতি বলে দাবি করেছেন। বিজেপির অন্দরমহলের খবর জেলা রাজনীতিতে বিজেপি একাধিক গোষ্ঠীতে বিভক্ত। সেই গোষ্ঠী রাজনীতির শিকার দলের ঘোষিত প্রার্থী শুভদীপ রায়। রাজনৈতিক পর্যবেক্ষক মহলে ধারনা এর প্রভাব পড়বে উপনির্বাচনে।