রাজ্যের খবর

৭ কোটি টাকা ব্যয়ে রাস্তার সংস্কারের কাজ শুরু শান্তিপুরে

Road renovation work begins in Shantipur

Truth of Bengal: ৭ কোটি টাকা ব্যয়ে ৬৩ টি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারের কাজ শুরু  হল শান্তিপুর পুরসভায়। রাস উৎসব ও জগদ্ধাত্রী পুজোর আগে সমস্ত রাস্তা মেরামতি কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তার সংস্কারের কাজ থমকে ছিল। কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

৭ কোটি টাকা ব্যয়ে শহরের ৬৩ টি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারের কাজ শুরু করল পুরসভা। নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙারাস ও শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর নাম ছড়িয়ে আছে গোটা বাংলা জুড়ে। পরপর এই দুটি উৎসবে জাঁকজমক হয়ে ওঠে গোটা শান্তিপুর। কিন্তু একটানা প্রাকৃতিক দুর্যোগের কারণে শহরের একাধিক রাস্তার অবস্থা হয়ে যায় বেহাল। আর দুর্যোগের প্রভাবের জেরে রাস্তাগুলির সংস্কারের কাজ করা সম্ভব হয়নি। কিন্তু পরপর দুটি উৎসবই প্রায় দড়গোড়ায়। এমতপরিস্থিতিতে শহরকে ঝা চকচকে করতে রাজ্য সরকারের সহযোগিতায় ৭ কোটি টাকা ব্যয়ে নতুন করে সংস্কার হতে চলেছে ৬৩ টি রাস্তা। রাস্তা গুলির সংস্কারের কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের শোভাযাত্রার বেশ কয়েকটি রাস্তা এবং শান্তিপুর শহরের একাধিক রাস্তার দ্রুত কাজ চলছে। এই প্রসঙ্গে শান্তিপুর পুরসভার সিআইসি মেম্বার শুভজিৎ দের কথায়, রাস্তা সংস্কারের কাজ আগেই করার সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে ওঠা সম্ভব হয়নি। কারণ বর্ষার জলে পিচের রাস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে হাতে সময় নেওয়া হয়েছিল। দুর্গাপুজোর আগে থেকে কালীপুজোর আগে পর্যন্ত চলছিল একটানা প্রাকৃতিক দুর্যোগ। সেই কারণে সংস্কারের কাজ ব্যাহত হয়। নতুন করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় খুশি স্থানীয় বাসিন্দারা।

জগদ্ধাত্রী এবং ভাঙারাস দুটি খুব গুরুত্বপূর্ণ উৎসব। এই দুটি উৎসবে আবেগ জড়িয়ে থাকে শান্তিপুরের মানুষের। এখন আবহাওয়ার পরিবর্তন হয়ে যাওয়ায় উৎসবের আগেই রাস্তাগুলির কাজ দ্রুত শেষ করার  লক্ষ্যে কাজ শুরু হয়েছে। তিনি এও জানিয়েছেন, আমরা আশাবাদী উৎসবের আগেই সংস্কারের কাজ ১০০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে। উৎসবের আগে রাস্তা গুলির সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি শান্তিপুরের জনসাধারণ।

Related Articles