রাজ্যের খবর
ভূত চতুর্দশীর মরশুমে কেমন থাকছে আবহাওয়া?
How is the weather in the season of Bhoot Chaturdashi?

Truth Of Bengal: উৎসবের মরশুমে আবহাওয়া নিয়ে চিন্তা থাকবে না তা কী হতে পারে? ভূত চতুর্দশীর দিনও তাঁর ব্যতিক্রম নয়। এবার সে বিষয়ে তথ্য দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, বুধবার ভূত চতুর্দশীর দিন দক্ষিণবঙ্গের প্রায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই, কয়েকটি জায়গাতেই হতে পারে বলে জানান হয়েছে। জানান হয়েছে, এদিন উত্তরবঙ্গের আট জেলাতেই হতে পারে হালকা বৃষ্টি। এক্ষেত্রেও সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে জানান হয়েছে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি কোথাও তৈরি হয়নি।