বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথেই বিপত্তি! মান্ডিতে গাড়ি খাদে পড়ে মৃত ৫
Trouble on the way back from the wedding ceremony! 5 dead after car fell into ditch in Mandi

Truth Of Bengal, Barsa Sahoo : মান্ডির চৌহারঘাটির বর্ধনে গভীর খাদে পড়ল একটি মারুতি গাড়ি। এতে ঘটনাস্থলেই নিহত হন গাড়িতে থাকা ৫ যুবক। শনিবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, গাড়িতে থাকা যুবকরা সবাই ধামচ্যান গ্রামের বাসিন্দা। তারা সকলে মিলে বারোতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। গভীর রাতে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। এরপর একজন রাখাল রাস্তার প্রায় ৭০০ মিটার নিচে মাঠের মধ্যে গাড়িটি পড়ে থাকতে দেখে। এমনটা দেখেই রাখাল গ্রামবাসীদের খবর দেয়। এরপর পঞ্চায়েত প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি টিক্কান পুলিশ পোস্টে জানান।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তাঁরা পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় মৃতদেহগুলিকে রাস্তায় তুলে আনতে শুরু করে। মৃতদের নাম রাজেশ, গাঙ্গু, কর্ণ, সাগর ও অজয়। তাদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোর এবং অন্য ৪ জনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা চৌহারঘাটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তবে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জোগিন্দ্রনগর সিভিল হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্তের পর দেহগুলিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসপি মান্ডি সাক্ষী ভার্মা বলেন যে, পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।