ট্রাম্পের মুখে অভিবাসীদের পরোক্ষে আবর্জনা প্রসঙ্গ, ক্ষুব্ধ নেট-নাগরিকরা
Immigrants are indirectly trashed by Trump, angry netizens

Truth Of Bengal: এই প্রথমবার নয়, এর আগেও ট্রাম্পের মুখে শোনা গিয়েছিল অভিবাসীদের প্রসঙ্গ। আর এবার প্রেসিডেন্ট নির্বাচনের শেষ লগ্নে এসে নিজের স্বভাবসিদ্ধ ভাষাতেই আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গেল ট্রাম্পকে। অ্যারিজোনায় নির্বাচনী এক জনসভায় বক্তব্য রাখছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। আর সেই সময়েই ট্রাম্পের গলায় নাম না করে অভিবাসীদের উদ্দেশ্য করে বলতে শোনা গেল আবর্জনা। যা শুনে ক্ষোভে ফুঁসছেন নেট-নাগরিকদের একাংশ।
নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, ‘‘আমরা আসলে বাকি বিশ্বের কাছে আবর্জনার পাত্রের ন্যায়। আপনাদের অজানা নয়, প্রথম বার আমি এহেন মন্তব্য করলাম। কিন্তু ব্যাখ্যা দেওয়ার জন্য এটাই যথেষ্ট।’’ পাশাপাশি ট্রাম্প জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করেন। প্রতিপক্ষডেমোক্র্যাট প্রার্থী তথা দেশের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘আমেরিকা অনেকের কাছেই আবর্জনা ফেলার একটা জায়গা মাত্র।’’
আর তা শুনেই ক্ষুব্ধনেট-নাগরিকদের একটা বড় অংশ। তবে ট্রাম্পের কথার জবাবে ক্ষুব্ধ নেট-নাগরিকেরা বলছেন, ‘‘ট্রাম্প আসলে একদিনের জন্যও আমেরিকাকে মন থেকে ভালোবেসে উঠতে পারেননি। আর তার প্রমাণ মিলেছে তার গলায় আবর্জনা প্রসঙ্গ। এসব বলে আসলে তিনি নেট-নাগরিকদের দূরে সরিয়ে দিতে চাইছেন।’’ অভিবাসীদের খুনি তকমাও ট্রাম্পের।আমেরিকার বিভিন্ন প্রান্তে অপরাধ এবং খুনের পিছনেওঅভিবাসীদের একটা অংশের বড় হাত রয়েছে বলেও ট্রাম্প মনে করেন। এর আগেহেটি থেকে আসা অভিবাসীদের মধ্যে ‘খারাপ জিন’রয়েছে বলে আক্রমণ শানিয়ে ছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, গত সেপ্টেম্বরে কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি এক বিতর্ক সভায়‘অভিবাসীরা কুকুর-বেড়াল খায়’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি ট্রাম্প।