সুশান্ত-কাণ্ডে মুক্তি রিয়া’র, ঘোষণা সুপ্রিম কোর্টের
Riya's release in Sushant case, announced by the Supreme Court

Truth Of Bengal: ২০২০ সালের সেই অপ্রত্যাশিত ঘটনা, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠেছিল অভিনেতার ঘনিষ্ট বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। সঙ্গে জড়িয়েছিল রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর নামও। চার বছরের মাথায় স্বস্তি পেলেন তাঁরা। তিনজনকেই নির্দোষ ঘোষণা করেছে সুৰিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন।
সুশান্তের মৃত্যু-রহস্য এখনও কাটেনি। যখন খবর পাওয়া যায় মৃত্যু হয়েছে অভিনেতার গোটা বলিউডে শোকের ছায়া নেমে আসে। অনুরাগীরা কিছুতেই এই অকালপ্রয়াণ মেনে নিতে পারেননি। সুশান্তের পরিবারের তরফ থেকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ তোলা হয়। পাটনায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। তদন্তভার সিবিআই-এর হাতে গেলে তাঁরাও রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ থেকেই মুক্তি পেলেন অভিনেত্রী-সহ তাঁর ভাই ও বাবা।
প্রসঙ্গত, বান্দ্রার যে ফ্ল্যাট থেকে সুশান্তের দেহ উদ্ধার হয়েছিল সেখানে একত্রে বাস করতেন রিয়া-সুশান্ত। এই দুঃখজনক ঘটনা ঘটার কিছুদিন আগেই তাঁদের বিচ্ছেদের হয়েছিল বলেও খবর পাওয়া যায়। যার জেরে এই মৃত্যুর পেছনে প্রতক্ষ্য কিংবা পরোক্ষভাবে রিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেন সুশান্তের পরিবার। এমনকি অনুরাগীরাদেরও একই মত ছিল। এমনকি ড্রাগস্ মামলায়ও নাম জড়ায় রিয়ার। যার জেরে একমাস হাজতবাস করতে হয় অভিনেত্রীকে।
তবে সেই ঘটনার আজও রহস্যভেদ হয়নি। মুম্বাই পুলিশ দাবি করেছিল অবসাদে আত্মহত্যা করেছিলেন অভিনেতা। তবে মৃত্যুর আসল নিয়ে ধোয়াঁশা রয়ে গেছে।