একই দিনে দুটি ধর্ষণ, মধ্যপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য
Two rapes on the same day, sensation in Madhya Pradesh

Truth Of Bengal: একই দিনে একই রাজ্যে দুটি ধর্ষণ! মধ্যপ্রদেশের এই ভয়াবহ ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশের এই দুটি ঘটনার মধ্যে একটি রীবায় আর অন্যটি ইনদওরে ঘটেছে। এই দুটি ঘটনাই ২১ অক্টোবর ঘটেছে।
চলতি সপ্তাহের সোমবার রীবার এক পার্কে এক নবদম্পতি ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ বাধে স্ত্রীর। ঠিক সে সময় জনা পাঁচেক যুবক আসেন তাঁদের কাছে। এর পর শুরু হয় তাঁকে উত্ত্যক্ত করা। যখন তাঁর স্বামী বাধা দিতে যায় তখন ওই যুবকরা মিলে অনেক মারধর করেন। এর পর তাঁর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। আর তার পর ঘটে সেই ভয়াবহ করুণ ঘটনা। ওই পাঁচ যুবক তাঁদের লালসার শিকার করেন ওই নববধূকে, সবাই মিলে গণধর্ষণ করেন। পুলিশকে এমনটাই জানিয়েছেন ওই নববধূ।
শুধু তাই নয় এই পুরো ঘটনার ভিডিও পর্যন্ত করেছে ওই অভিযুক্তেরা। আর সেই ভিডিও নিয়ে নবদম্পতিকে হুমকি দেওয়া হয় যে, পুলিশের কাছে অভিযোগ জানালে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছেড়ে দেওয়া হবে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন রীবার ডেপুটি পুলিশ সুপার হিমালি পাঠক। এ ঘটনায় একটি এফআইআরও দায়ের করেছে পুলিশ।
এদিকে রীবার পাশাপাশি ইনদওরে এক দিন মজুরের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় মানুষেরা ওই মহিলাকে রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় সদর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। এলাকার সমস্ত খতিয়ে দেখতে গিয়ে পুলিশ দেখে, ওই মহিলাকে দিনমজুরটি পাশের এক বর্জ্য পরিশোধন কেন্দ্রে নিয়ে গিয়েছিল। এর পর মজুরটি একাই সেখান থেকে বেরিয়ে আসে, আর তার ক্ষণিক পর স্থানীয়রা ওই মহিলাকে দেখতে পান। ওই দিনমজুরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পর ধর্ষণের কথা তিনি স্বীকার করে নেন।
এই ঘটনায় মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি বলেন, ‘‘আমাদের এক কন্যা রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার হচ্ছে, আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন অনুষ্ঠানে।’’ এই বক্তব্যের পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী নরেন্দ্র শিবাজি বলেন, সকল অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে তিনি কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন।