দেশ
দিল্লি: কল্যাণ পুরী এলাকায় ছুরিকাঘাতে নিহত একব্যক্তি, গ্রেফতার এক কিশরসহ ৫
Delhi: One person was stabbed to death in Kalyan Puri area, 5 including a teenager were arrested

Truth Of Bengal: পূর্ব দিল্লীর কল্যাণ পুরী এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে। এই ঘটনায় এক কিশোরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
সকাল ৬.৪৪ মিনিট নাগাদ পিসিআর-এ একটি কল আসে। সেখানে একজন জানান, কল্যাণ পুরীর একটি দোকানের কাছে একটি ব্যক্তি পড়ে আছে, তার উরুতে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে৷ এই ঘটনা বিষয়ে জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম অজিত, বয়স ২৫। এ বিষয়ে একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, “ ঘটনাস্থল থেকে লোকটির মৃতদেহ খুঁজে পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করতে একটি ফরেন্সিক দলকে ডাকা হয়েছিল। তার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
ইতিমধ্যে এই ঘটনার জন্য একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর গ্রেফতার হয়েছে ৬ জন, যার মধ্যে একজন কিশোরও রয়েছে।