বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত একাধিক
Multiple dead after under-construction multi-storey building collapses in Bengaluru

Truth of Bengal: বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন অনেকেই। প্রবল বর্যণের জেরে টেক সিটির হেন্নুর অঞ্চলের বাবুসাপালিয়ায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।বিগত কিছুদিন ধরেই বৃষ্টিতে ভসছে বেঙ্গালুরু। লাগাতার দুর্যোগে জনজীবন বিপর্যস্ত।
এই দুর্যোগের মাঝেই ভেঙে পড়ল বেঙ্গালুরুতে নির্মীয়মান বহুতল। মৃত্যু হয় একাধিক মানুষের। ধ্বংসস্তুপের নীচে বহু মানুষের চাপা পড়ে থাকার খবর মিলছে। ঘটনাটি ঘটে টেক সিটির হেন্নুর অঞ্চলের বাবুসাপালিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটার পরই ঘটনাস্থলে পৌঁছয় অগ্নি নির্বাপন ও আপতকালীন পরিষেবার দুটি ভ্যান। শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে পরপর তিনটি দেহ উদ্ধার হয়। পরে আরও দুটি দেহ উদ্ধার করা হয়। এছাড়াও আও দুজনকে জীবীত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর।
এখনও পর্য়ন্ত ধ্বংসস্তুপের নীচে বহু মানুষের আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই মৃতের সংখ্যার বাড়ারও আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ওই বাড়িটিতে চলছিল টালি বসানোর কাজ। সেখানে ২১ শ্রমিকের উপস্থিতিতেই বাড়িটি ধসে পড়ে বলে জানা যায়। এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
প্রবল বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে অভিযোগ উঠছে, বাড়িটির বেসমেন্ট দুর্বল হওয়ার জন্যই তা ভেঙে পড়ে। এমনকি সূত্র মারফত জানা যাচ্ছে, বাড়িটি নির্মানের জন্য চারতলার অনুমতি নেওয়া হলেও সেটি সাততলা করা হয়েছে। তার জন্যই এমন বিপত্তি। তবে গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলছে পুলিশি তদন্ত।