দেশ

বেঙ্গালুরুর কমমানহাল্লিতে নির্মাণাধীন ভবনে ধস, নিহত ৩ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

Under-construction building collapses in Kammanahalli, Bengaluru, 1 worker killed, rescue operation underway

Truth Of Bengal, Barsa Sahoo : নির্মাণাধীন একটি ছয় তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে পড়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেঙ্গালুরুর বাবুসাব পালিয়া, কমমানহাল্লিতে। ঘটনায় ২০ জনেরও বেশি শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বলেই সকলের অনুমান। বর্ষার আবহাওয়া থাকা সত্ত্বেও নির্মাণ কাজ বহাল থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলেই খবর।

ঘটনায় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ধসের সময় ঘটনাস্থলে প্রায় ১৫ জন শ্রমিক ছিলেন। ইতিমধ্যেই চার শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ধ্বংসাবশেষ থেকে জীবিত শ্রমিকদের অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।

বিল্ডিংটি প্রায় সম্পূর্ণরূপে নির্মিত হয়ে গিয়েছিল। এরপর এটিতে রং করার কাজ চলছিল। ফলে অনেক শ্রমিক বিল্ডিং-এর ভেতরে ছিলেন। এরপর হঠাৎ বিল্ডিংটি ভেঙে পড়ে। ফলে ভবনের ভেতরে অনেক শ্রমিক আটকে পড়েন। এরপর জরুরি দফতরে ফোন করা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা দূর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ঘটনাস্থলে পৌঁছেই তারা প্রথমে ধ্বংসাবশেষ থেকে আটকা পড়া শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করেন।

ইতিমধ্যেই পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় বিধায়ক বাইরাথি বাসভরাজ। আটকে পড়াদের নিরাপত্তা এবং উদ্ধার কাজে গতি বাড়াতে অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত ধসের কারণ অজানা।

Related Articles