খেলা

জোকোভিচ নাকি ফেদেরার, দ্বৈরথে কাকে এগিয়ে রাখলেন নাদাল?

Djokovic or Federer, who put Nadal ahead of the duel?

Truth Of Bengal: টেনিস দুনিয়ায় তাকালে এখন সবচেয়ে বেশি মনে আসে এ কথা। দুই দশকের বেশির সময় ধরে টেনিসে রাজত্ব করেছেন তিনজন কিংবদন্তি। রজার ফেদেরারকে দিয়ে শুরুর পর এই অভিযানে যোগ হন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচও। এরপর পালা করে দাপট দেখিয়ে টেনিসে নিজেদের অমরত্ব নিশ্চিত করেছেন তাঁরা। তিন কিংবদন্তি মিলে জিতেছেন ৬৬টি গ্র্যান্ড স্লাম, যা এককথায় অবিশ্বাস্য

তবে সব ভালোরই নাকি কখনো না কখনো শেষ হতে হয়। সেই নিয়ম মেনেই এখন একে একে বিদায় নিচ্ছেন টেনিসের এসব মহারথী। ২০২২ সালে ফেদেরারকে দিয়ে শুরু। এরপর কদিন আগে নিজের    আগামী মাসে অনুষ্ঠেয় ডেভিস কাপ দিয়েই পেশাদার টেনিসকে বিদায় জানিয়ে দেবেন এই কিংবদন্তি। ফেদেরার–নাদালের বিদায়ের পর এই মঞ্চে থেকে যাবেন জোকোভিচ।

তবে বয়স বলছে, তাঁর ক্যারিয়ারও এখন গোধূলিবেলায়।ফেদেরার–নাদালের মতো সঙ্গী হারিয়ে জোকোভিচও হয়তো তাঁর ক্যারিয়ারকে প্রবলম্বিত করার ব্যাপারে নতুন করে ভাববেন। তবে জোকোভিচ যে শারীরিক ও মানসিকভাবে বাকিদের চেয়ে শক্তিশালী, সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে সেটা জানিয়েছেন নাদাল। একই সাক্ষাৎকারে ফেদেরার ও জোকোভিচের সঙ্গে দ্বৈরথ নিয়েও কথা বলেছেন নাদাল। জোকোভিচের মুখোমুখি হওয়াটা চ্যালেঞ্জিং হলেও ফেদেরারকেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন নাদাল।

টেনিস ক্যারিয়ারে ফেদেরার–নাদাল ৪০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। যেখানে নাদালের ২৪ ম্যাচ জয়ের বিপরীতে ফেদেরার জিতেছেন ১৬ বার। আর জোকোভিচের সঙ্গে নাদাল খেলেছেন ৬০ ম্যাচ। যেখানে ২৯ জয়ের বিপরীতে হেরেছেন ৩১ ম্যাচ। তবে হার–জিতের বাইরে গিয়ে নাদাল নিজের পছন্দের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছেন ফেদেরারকে।

Related Articles