অসময়ে ক্ষণিকের ঝড়ে ভাঙল বৃদ্ধার বাড়ি, আহত ২, পাশে দাঁড়ালেন পৌরপিতা
An old woman's house was destroyed by an untimely momentary storm, 2 were injured, the village father stood by

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী : গতকাল রাত্রে অসময়ে ক্ষণিকের ঝড় আসে আর সেই ঝড় এই সর্বস্বান্ত হয়ে যায় মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শ্যামপুর বাজারের শিবানী কর্মকার ও কার্তিক কর্মকারের মাটির বাড়ি। সেখানে দুইজন দিনমজুর বসবাস করেন। দুইবেলা ঠিকমতো খাওয়া জোটে না তাদের। এই অসহায় পরিবারের বাড়ির অবস্থা খারাপ থাকলেও মেরামত করতে পারেনি তারা কেউই। এমতাবস্থায় ঝড়-বৃষ্টিতে অসহায় হয়ে থাকতেন তারা।
কোনরকমভাবে কষ্ট করে দিন কাটত তাদের। তবে রবিবার রাতে ঘটে যায় অঘটন। ঠিক কী ঘটেছিল? রবিবার রাতে হঠাৎ ঝড় আসে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে রাতে ঘুমন্ত অবস্থায় ওই মাটির বাড়ি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে। ঘটনায় আহত হয়েছেন দুইজন। বৃদ্ধার অসহায় অবস্থার কথা শুনে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা আজ সকালে তড়িঘড়ি ওই বৃদ্ধার কাছে ছুটে যান। পাশে থাকার বার্তা দেন তাদের। যেমন কথা তেমন কাজ। কাউন্সিলরের কথামত তৈরি হচ্ছে ঘর।