উলুবেড়িয়াতে লরির ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর
A policeman died after being hit by a lorry in Uluberia

Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক কর্তব্যরত পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার শ্রীরামপুরে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মৃত ট্রাফিক পুলিশ কর্মীর নাম সোমনাথ রায়। বয়স ৪০। বাড়ি সাঁকরাইল বিধানসভার মধ্যে বানিপুর ২ নম্বর পঞ্চায়েতের রাজগঞ্জ রেল লাইন ধার মিলিটারি মাঠের কাছে। মৃত ট্রাফিক পুলিশ কর্মী উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্তব্যরত ছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবার সুত্রে খবর, আজ সকালে রাজকার মত বাড়ি থেকে ভোর পাঁচটার সময় বেরিয়েছিলেন তিনি। এরপর ডিউটি জয়েন করেন। কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় প্রাণ-হারান ওই পুলিশ কর্মী। পরিবারে তিন ভাই উনি বাড়ির মেজো ছেলে, বাবার চাকরি সোমনাথ বাবু পেয়েছিলেন। বাড়িতে রয়েছে একটি কন্যা সন্তান, স্ত্রী, বৃদ্ধা মা। তার সংসারে একমাত্র তিনিই প্রধান রোজগেরে ছিলেন। মা নমিতা রায় জানান, তারা সকাল ৭:৩০ মিনিট নাগাদ এই ঘটনার খবর পান। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।