দেশ

চলন্ত ট্রেনে মেডিকেল ছাত্রীর শ্লীলতাহানি! অভিযোগ দায়েরের পর গ্রেফতার অভিযুক্ত

Medical student molested in a moving train! Accused arrested after filing complaint

Truth Of Bengal, Barsa Sahoo : বুধবার একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কেন? কী এমন ঘটল যে তাকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, বেঙ্গালুরুগামী ট্রেনে ভ্রমণের সময় একজন মেডিকেল ছাত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতন করেছিল এক ব্যক্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ট্রেনের মধ্যে। কেরালার কাসারগোদে রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, নির্যাতিতা বয়স ২৮। নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার ট্রেনটি উত্তরের নীলেশ্বরমের মধ্য দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, অভিযুক্তের নাম ইব্রাহিম বদুশা। তার বাড়ি বেল্লুরে। মেডিকেল ছাত্রী ত্রিশুরের বাসিন্দা। ওই মেডিকেল ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে শীঘ্রই হেফাজতে নেওয়া হয়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে বিএনএস-এর বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে স্থানীয় আদালতে হাজির করা হয়। সেখান থেকেই তাকে রিমান্ডে নেয় পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles