
Truth Of Bengal: মানুষ এখন স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে তাই ভারতীয়দের কথা ভেবে বিভিন্ন সংস্থা এখন ভারতের বাজারে আনছে স্মার্ট রিং। সম্প্রতি ভারতের বাজারে আসল Adivaa Smart Ring R6 নামক নতুন স্মার্ট রিং। Adivaa Smart Ring R6 এর ভারতে দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, গোল্ডেন ও সিলভার রঙে পাওয়া যাবে।
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি প্রি-অর্ডার করা যাচ্ছে। কিছুদিন পর থেকে এটি বিভিন্ন রিটেল সাইট থেকে কেনা যাবে। Adivaa Smart Ring R6 প্রিমিয়াম কোয়ালিটির টাইটেনিয়াম দিয়ে তৈরি। Adivaa Smart Ring R6 দুটি সাইজে পাওয়া যাবে। হালকা ওজনের এই ফিটনেস ট্র্যাকারে জল প্রতিরোধী আইপিএক্স৮ রেটিংয়ের পাশাপাশি রয়েছে জেসচার মোড।
এই রিং দিয়ে মিউজিক প্লে বা পজ করা যাবে, ফোনের অ্যাপ নিয়ন্ত্রণ করা যাবে, কল রিসিভ সহ বিভিন্ন কাজও করা যাবে। এছাড়াও ফিটনেস ফ্রিকদের কথা ভেবে এতে হার্ট রেট মনিটারিং, এসপিও২ ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিংয়ের মতো নানান হেলথ মোড। এছাড়াও মেনস্ট্রুয়াল সাইকেলও ট্র্যাক করা যাবে। আর সমস্ত ডেটা Adivaa Health অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সিস্টেমে চলবে। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। Adivaa Smart Ring R6 ফুল চার্জে ১০ দিন পর্যন্ত চলতে পারে। এতে ওয়্যরলেস চার্জিং সাপোর্ট রয়েছে। ফুল চার্জ হতে এই স্মার্ট রিং ৯০ মিনিটের মতো সময় নেবে।