ওপার বাংলা

রণক্ষেত্র কক্সবাজার, বায়ুসেনার বিমান ঘাঁটিতে সংঘর্ষে মৃত ১

1 dead in clash at Cox's Bazar air base, battlefield

Truth Of Bengal: সপ্তাহের শুরুতে ফের রণক্ষেত্র বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়ালো কক্সবাজারে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। কক্সবাজার বিমানবন্দরের বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলায় পাল্টা গুলি করে সেনাবাহিনী। অভিযোগ, এতেই মৃত্যু হয়েছে বছর ৩০-এর যুবক শিহাব কবির নাহিদের। সোমবার বেলা গড়াতেই এই সংঘর্ষের ছবি ধরা পড়ে কক্সবাজারে।

ঘটনার সূত্রপাত সোমবার সকাল ১১ টা নাগাদ। যখন চেকপয়েন্টে জাহিদ হোসেন নামে এক যুবকের সঙ্গে বিমান বাহিনীর এক কর্মীর বাকবিতন্ডা বাঁধে। জানা যায়, জাহিদ হোসেন মোটরবাইকে ছিল। হেলমেট পরার বিষয় নিয়ে বচসা বলেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। পরে, জাহিদের আত্মীয়রা ঘটনাস্থলে আসে। নির্মাণাধীন বিমান বাহিনী ঘাঁটি এবং এর কর্মীদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে তারা। প্রায় ৩০ মিনিট ধরে দু-পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এর মাঝেই শোনা যায় গুলির শব্দ। গুলিবিদ্ধ হয় শিহাব কবির নাহিদ নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। পরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। দুপুর ১২টা নাগাদ কক্সবাজার-৩ আসনের প্রাক্তন সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করেন। এলাকায় মোতায়েন করা করা হয় বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, মৃত শিহাবের বাবা, কক্সবাজার পিটিআই-এর প্রাক্তন সুপারভাইজার নাসির উদ্দিন। তার মা, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমেনা খাতুন। আমেনা খাতুন জানান, তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সংঘর্ষ চলাকালীন তার ছেলে শিহাব তাদের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে ছিল। আচমকাই তার মাথায় একটি গুলি লাগে। গুলিটি তার মাথার খুলিতে লেগেছিল, যার ফলে তার মস্তিষ্ক বেরিয়ে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও, শেষ রক্ষা হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি উল্লেখ করেন যে ঘটনাস্থলে ৫০-৬০ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর চেকপয়েন্টে হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কক্সবাজারের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে।

Related Articles