Truth Of Bengal : মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠল রুইলুই পর্যটন কেন্দ্র। পুড়ে ছাই ৩০ টি-র বেশি রিসর্ট। সোমবার বেলা ১ টা নাগাদ আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রথমে সাজেক ইকো ভ্যালি রিসর্টে আগুন লাগে। পরে আগুন আশেপাশের বাড়িঘর, রিসর্ট এবং কটেজে ছড়িয়ে পড়ে। দুপুর আড়াইটা পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়নি বলেও অভিযোগ।
ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পর্যটকরা তাদের রিসর্ট এবং কটেজ থেকে বেরিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বলেন, স্থানীয়রা এবং রিসর্ট এবং কটেজের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এখন পর্যন্ত আগুন প্রায় ৩০-৩৫টি রিসর্ট এবং কটেজে ছড়িয়ে পড়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সাজেক রিসর্ট-কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণা দেব বর্মণ বলেন, “আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু এখনও নিয়ন্ত্রণের বাইরে। বেশ কয়েকটি রিসর্ট এবং কটেজ ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পুড়ে গেছে।”