রাজ্যের খবর

জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উদ্যোগে আহত দুই পড়ুয়ার চিকিৎসার ব্যবস্থা

Zilla Parishad chief takes initiative to provide treatment for two injured students

Truth Of Bengal: পথ দুর্ঘটনায় আহত দুই পড়ুয়াকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। ঝাড়গ্রাম পন্ডিত সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের কিছুটা দূরে জিতুশোল এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে।

সেই সময় বাড়ি থেকে ঝাড়গ্রাম জেলা পরিষদ আসার পথে ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুমন সাহু দেখতে পান দুটো ছেলে রাস্তার সাইডে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে পড়ে আছে। তিনি বলেন, কাছাকাছি বেশ কিছু এলাকার মানুষজন আছেন, তাঁদের মধ্যে আমার অত্যন্ত পরিচিত ছিলেন। তাঁরা চেষ্টা করছিলেন রাস্তার গাড়ি আটকে আহত ছেলে দুটোকে হাসপাতালে পৌঁছে দেওয়ার। এরপর একটি গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার জন্য।

জানা গেছে, আহত ওই দুজনের মধ্যে একজনের নাম সন্দীপ মাহাত(দ্বাদশ শ্রেণীর ছাত্র), আর একজন বিশেন মাহাত(একাদশ শ্রেণীর ছাত্র)। দুজনেই বল্লা বিদ্যাপীঠের ছাত্র। এরপর ওই দুজনের পরিবারকে খবর দেওয়া হয়। দুজনেই আপাতত সুস্থ আছে।

Related Articles