প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে ‘জেনিথ ২০২৫’ উজ্জ্বল দৃষ্টান্ত
'Zenith 2025' is a shining example of the combination of technology and culture

Truth Of Bengal: দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জেনিথ 2K25’। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ও এলাকার গর্ব সমীর কুমার জানা। উল্লেখযোগ্যভাবে, এই কলেজের পথ চলা শুরু হয়েছিল ২০১৬ সালে বিধায়ক সমীর জানার হাত ধরেই। ২০২২ সাল থেকে কলেজে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হয় এবং এবারের আয়োজন ‘জেনিথ ২০২৫’ নামে পরিচিতি পায়।
কলেজের অধ্যক্ষ অয়ন দত্ত জানান, “জেনিথ” শব্দের অর্থ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছনো। সেই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের প্রতিভা, পরিশ্রম ও প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে সুন্দরবনের গর্ব হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তিনি।
অনুষ্ঠান প্রাঙ্গণে প্রদর্শিত হয় শিক্ষার্থীদের উদ্ভাবিত একাধিক প্রযুক্তিগত স্টল। চোখে পড়ার মতো উদ্ভাবন ছিল সেন্সরযুক্ত চশমা, যা মদ্যপ অবস্থায় কিংবা ঘুমন্ত অবস্থায় গাড়ি চালালে চালককে সতর্ক সংকেত পাঠায় এবং প্রয়োজনীয় সময়ে গাড়ি থামিয়ে দুর্ঘটনা রোধ করে। এই যুগান্তকারী আবিষ্কার করেছেন সাতজন ছাত্র একত্রে। তেমনই কম খরচে অত্যাধুনিক মোটরসাইকেল বানিয়ে নজর কেড়েছেন রেজাউল করিম মোল্লা।
দিব্যরাত্রির এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য ও নাটকের মাধ্যমে কলেজ চত্বর ছিল উৎসবমুখর। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক স্মরণীয় দিন হয়ে উঠল ‘জেনিথ ২০২৫’।