খাস কলকাতায় খুনের চেষ্টা করে নিজেই আত্মঘাতী যুবক
Shooting at the guest house in Kolkata! Suicidal youth tries to kill his girlfriend

The Truth of Bengal : খাস কলকাতায় সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক। লেক থানা এলাকায় এক তরুণীকে গুলি করা হল। ওই তরুণীকে গুলি করার পরে যুবক আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ। ওই তরুণী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। লেক থানা এলাকার ওই ঘটনায় পুলিশ জানিয়েছে, ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বয়স ওই তরুণ-তরুণীর। মৃত যুবকের নাম রাজেশ সাউ। তরুণীর নাম নিক্কু কুমারী দুবে। দুজনেই বজবজের বাসিন্দা।
লাল বাজার সুত্রের খবর, একটি মেয়ে এবং একটি ছেলে সম্ভবত ভিন রাজ্য থেকে আসে লেক গার্ডেন্স অন্তর্গত প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত নিউ মেট্রো গেস্টহাউসে। পুলিশ সূত্রের যেরকমটা খবর পাওয়া গিয়েছে ছেলেটি প্রথমে মেয়েটিকে গুলি করে। মেয়েটিকে তার থাইতে গুলি করে ছেলেটি। বিকেল ৪ টে বেজে ৪৫ মিনিটে ছেলেটি মেয়েটিকে গুলি করে। এরপর সেই ছেলেটি নিজের মাথায় গুলি করে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লেক গার্ডেন্স থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে যান, এই গেস্ট হাউসে। ছেলেটিকে এবং মেয়েটিকে যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া গিয়েছে, ছেলেটি মারা গেলেও মেয়েটি এখনো পর্যন্ত মারা যাননি। মেয়েটির চিকিৎসা শুরু হয়েছে। ছেলেটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেয়েটিকে দরজা বন্ধ করে গুলি করা হয়েছে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। দেহর কাছে বন্দুক পড়েছিল মাথায় গুলি মারে । ঘটনাস্থলে পৌঁছাচ্ছে কলকাতা পুলিশের হোমিসাইট শাখার গোয়েন্দারা ।