ফের পণের বলি তরুণী, অন্তঃসত্ত্বা গৃহবধূকে অ্যাসিড খাইয়ে হত্যা
Young woman sacrificed for dowry again, pregnant housewife killed by giving her acid

Truth Of Bengal: রাজ্যে ফের পণের বলি এক তরুণী গৃহবধূ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, মালদা জেলার পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকায়। অভিযোগ, শ্বশুরবাড়ির পাঁচ লক্ষ টাকার পণের দাবি পূরণ না হওয়ায়, গৃহবধূ গৌরী পালকে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে। মৃতার বয়স মাত্র ২২ বছর এবং তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ ও মৃতার পরিবারের সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার হরিপুর এলাকার বাসিন্দা গৌরীর বিয়ে হয়েছিল তিন বছর আগে মালদার মৌলপুর লেবু বাগানের বাসিন্দা প্রশান্ত পালের সঙ্গে। দম্পতির এক কন্যা সন্তান রয়েছে, যার বয়স মাত্র দুই বছর।
মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের সময় পণ হিসাবে এক লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিল। তবে বিয়ের পর থেকেই আরও টাকার জন্য চাপ দিতে শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। প্রথমে মানসিক নির্যাতন এবং পরে শারীরিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও গৌরীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর আবার বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা পাঠালে প্রশান্ত তাকে আবার ঘরে ফিরিয়ে আনে।
কিন্তু নির্যাতনের শেষ হয়নি। ফের পাঁচ লক্ষ টাকার দাবি তোলা হয় গৌরীর সামনে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত বলে জানিয়েছেন তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। অভিযোগ, সেই হুমকিই বাস্তবে রূপ নেয় মঙ্গলবার রাতে। পণের টাকা না পেয়েই গৌরীকে অ্যাসিড খাইয়ে দেয় প্রশান্ত ও তার পরিবারের সদস্যরা। গভীর রাতে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুধবার ভোররাতে মৃত্যু হয় গৌরীর।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে প্রশান্ত পাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে, পণপ্রথা রুখতে আইন থাকলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। একবিংশ শতাব্দীতেও এই ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি সমাজের চিন্তাধারাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।