
Truth Of Bengal: ডুয়ার্সের জঙ্গলের বুক চিড়ে বেরিয়ে যাওয়া রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিলেন এক দম্পতি। সেইসময় আচমকাই তাদের চলন্ত বাইকের সামনে চলে আসে একটি হাতি। এই অবস্থায় বাইক দাঁড় করিয়ে পালাচ্ছিলেন স্বামী ও স্ত্রী দুজনেই। কিন্তু দৌড়াতে গিয়ে সেই মুহূর্তেই পড়ে যান স্ত্রী।
এরপর এই অবস্থায় হাতিটি নিজের শুড়ে তুলে আছড়ে মারে ওই মহিলাকে। বৃহস্পতিবার ডুয়ার্সের সিপচুর জঙ্গলে বর্ডার রোড অর্গানাইজেশনের রাস্তায় ঘটনাটি ঘটে। মৃতের নাম গঙ্গা মঙ্গর (৩২)।জানা গেছে, তিনি ডুয়ার্সের মেটেলির বাসিন্দা। এই ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, এদিন গঙ্গা মঙ্গর তার স্বামী বীরেন্দর মঙ্গরের সাথে বাইকে করে প্রথমে নাগরাকাটায় আসেন। এরপর সেখান তারা নিজের আত্মীয়ের বাড়ি জলঢাকা থানার গৈরিবাস যাচ্ছিল। সেই সময় সিপচুর জঙ্গলে হঠাৎই তাদের বাইকের সামনে একটি দাতাল হাতি চলে আসে।
বীরেন্দর জঙ্গলের দিকে পালিয়ে যায়। গঙ্গা মঙ্গর রাস্তার মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেইসময় হাতিটি তাকে ধরে ফেলে। গঙ্গাকে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ও নাগরাকাটা থানার পুলিস। এরপর তারাই বিকেলে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।