হোটেল রুমে মিলল যুবকের মৃতদেহ, পলাতক বান্ধবী
Young man's body found in hotel room, girlfriend absconding

Truth Of Bengal: বান্ধবীকে নিয়ে হোটেলে রাত কাটানোই হয়েছিল কাল। পরদিন ওই হোটেল রুম থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুরের মুরাগাছায়। মৃত ওই ব্যক্তির নাম বাবলু মণ্ডল।
এরপর ওই যুবকের মৃতদেহটি দেখা মিলতেই হোটেলের কর্মীরা পুলিশকে খবর দেয়। খবর মিলতেই তারা ওই হোটেলে পৌঁছে দেহটি উদ্ধার করে। এরপর তারা দেহ শনাক্তকরণের জন্য ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের পাশ থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি ঘোলা থানার পুলিশ। তারা ওই যুবকের সাথে থাকা বান্ধবীর খোঁজ শুরুর করেছে। যদিও এই ঘটনার পর থেকে ওই মেয়েটি পলাতক।
জানা গেছে, রবিবার সোদপুরের মুড়াগাছা এলাকার একটি হোটেলে বান্ধবীকে নিয়ে এসেছিলেন ব্যারাকপুরের বাসিন্দা। তখন বিকেল প্রায় পৌনে চারটে। তাঁরা ওই হোটেলের ৩০৪ নং ঘরে ছিলেন। এরপর সন্ধ্যা নাগাদ বান্ধবীকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখেন কর্মীরা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁরা ঘর ছেড়ে দিচ্ছেন কি না। তাতে ওই যুবতী জানান এখনই ঘর ছাড়ছেন না তারা।
এই ঘটনায় পুলিশ হোটেল কর্মীদের সাথে কথা বলেন। তাদের বক্তব্য অনুযায়ী, পরের দিন হোটেলে চেক আউটের সময় পেরিয়ে গেলেও ৩০৪ নং ঘর থেকে কেউ না বেরনোয় খোঁজ নিতে যান হোটেলের কর্মীরা। তারা সেখানে গিয়ে দেখেন বাবলু মণ্ডল উপুড় হয়ে পড়ে রয়েছেন। মুখ থেকে ফেনা বের হচ্ছে। তা দেখেই ঘোলা থানায় খবর দেয় তারা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাঠানো হয় যুবকের পরিবারকে। যদিও এই ঘটনায় ওই মহিলাকে খুঁজে পাওয়া যায়নি।