রাজ্যের খবর

পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেলে বিশ্বভ্রমণ যুবকের

Young man travels the world by bicycle to spread the message of environmental protection

Truth Of Bengal: মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস। ডাক নাম জোজো। বাবার দশকর্মার ব্যবসা ছেড়ে সাইকেল চালিয়ে সামাজিক বার্তা দিতে ঘোরেন গোটা দেশ। কুড়িটা রাজ্য, ছয়টা কেন্দ্র শাসিত অঞ্চল সাইকেল চালিয়ে ঘুরে ফেলেছেন ইতিমধ্যে। দেশ ভ্রমন তো হল। এবার বিশ্ব ভ্রমন। গত ৪ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছেন, গন্তব্য শ্রীলঙ্কা। এরপর এশিয়ার বারোটা দেশ প্রথম পর্যায়ে। সময় লাগবে আড়াই বছর। তারপর ধাপে ধাপে গোটা বিশ্বভ্রমণ। সময় লাগবে ষোলো-সতের বছর।

‘প্যাডেল ফর গ্রিন’র পাশাপাশি রাইট ফর হেলথ, প্ল্যান্ট ফর পিস ডোনেট ব্লাড- এই সব বার্তা নিয়ে বিশ্বভ্রমণ করতে চান বছর ছাব্বিশের জোজো। তাঁর কথায়, বিশ্ব উষ্ণায়ন গোটা পৃথিবীর সমস্যা। ১৯৫টা দেশে ঘুরে সেই বার্তাই দেবেন, যাতে মানুষ গাছ লাগায়। তার জন্য হয়ত সময় লাগবে ষোলো-সতেরো বছর। নিজে এই সাইকেল যাত্রা নিয়ে ভ্লগ করেন। তা থেকে যা টাকা আসে ও এনজিও থেকে সাহায্য নিয়ে দেশ-বিদেশ ঘোরার খরচ চলে যায়। শ্রীলঙ্কায় দিন পঁচিশ থেকে আবার ভারতে ফিরে নেপাল, ভূটান বাংলাদেশ, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর পর্যন্ত দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলি ঘুরবেন।

শ্রীলঙ্কা যাওয়ার পথে হুগলি পাণ্ডুয়ায় এদিন ছিলেন প্রসেনজিৎ। তিনি  বলেন, ‘আগে সাইকেল নিয়ে খুব ঘুরতাম।কিন্তু তাতে কোনও বার্তা ছিল না। এরপর আমি ভারত ভ্রমণে বেরোই সামাজিক বার্তা নিয়ে। অনেক মানুষের সারা পেয়েছি। শুভেচ্ছা, সহযোগিতা পাই। নানা ধরনের সংস্কৃতির মানুষের সঙ্গে যোগাযোগ হয়। পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে সাইকেল নিয়ে ঘোরাই আমার কাজ। এই কাজই করে যেতে চাই। আমি পশ্চিমবঙ্গের প্রায় ১৭০০ কিলোমিটার রাস্তা ঘুরে ফেলেছি বিভিন্ন জেলায়। কলকাতাতে বেশ কয়েকদিন ছিলাম।সেখানে সরকারি দফতরগুলিতেও গিয়েছি।’ পড়াশোনা শিখে চাকরির রেসে থাকতে চাননা প্রসেনজিৎ। সাইকেল নিয়ে নিজের স্বপ্ন পূরন করতে বিশ্ব ভ্রমণ করতে চান তিনি।

Related Articles