রাজ্যের খবর

মানুষকে সচেতন করতে রেলগেটে উপস্থিত ‘যমরাজ’

'Yamraj' present at the railway gate to make people aware

Truth Of Bengal: আলিপুরদুয়ার: পথনাটকের মাধ্যমে রেলগেটে মানুষকে সড়ক নিরাপত্তা এবং রেলের নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মকর্তা ও কর্মীরা রেলগেটের মাঝখানে যমরাজের পোশাক পরে মানুষকে সচেতন করতে ব্যস্ত। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার জংশন ডিভিশনের বিভিন্ন রেলস্টেশন থেকে নির্ধারিত রেলগেটগুলিতে এই ধরণের সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আলিপুরদুয়ার জংশন রেলওয়ে ডিভিশনের হাসিমারা আরপিএফ এবং কালচিনি রেলওয়ে স্টেশন সংলগ্ন কালচিনি রেলওয়ে গেটে পথনাটকের মাধ্যমে সড়ক নিরাপত্তা এবং রেলের নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করা হয় এ দিন।

লেভেল ক্রসিং এবং রেললাইন ক্রসিং সম্পর্কে জনগণকে বিশেষভাবে সচেতন করা হয়েছে। হাসিমারা আরপিএফ ইনচার্জের নেতৃত্বে, দলের একজন সদস্য জনসাধারণকে আকর্ষণ করার জন্য যমরাজের পোশাক পরেছিলেন এবং রেলওয়ে লেভেল ক্রসিংয়ে রেলগেটের উভয় পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের সচেতন করেছিলেন।

এই বিষয়ে, হাসিমারা রেলওয়ে সুরক্ষা বাহিনীর ইনচার্জ রুণু বর্মন বলেন, ‘আমাদের দল জনগণকে সচেতন করার লক্ষ্যে এই সচেতনতামূলক প্রচার শুরু করেছে। রেলওয়ে গেট এবং লেভেল ক্রসিংয়ে এটি করার মূল কারণ হল, যখন রেলওয়ে গেট বন্ধ থাকে, তখন অনেকেই সাইকেল নিয়ে গেটের নিচ দিয়ে পার হন, অনেকে গেটের চারপাশে দৌড়াদৌড়ি করতে থাকেন, অনেকে রেলওয়ে ট্র্যাকে হাঁটার সময় কানে মোবাইল ফোন রেখে ফোনে কথা বলতে থাকেন, কখনও কখনও মানুষ ট্রেন দুর্ঘটনার শিকারও হন।

সেই কারণেই এই প্রচারণায় জনগণকে সচেতন করা হয়েছে, যাতে তাঁরা রেলগেটে তাড়াহুড়ো না করেন এবং রেলগেটে থাকাকালীন মোবাইল বা হেডফোন ব্যবহার না করেন। রেলওয়ে গেট বন্ধ হয়ে গেলে, কিছুক্ষণ অপেক্ষা করুন এবং গেট খোলার পরেই রেললাইনে প্রবেশ করুন। অন্যথায় দুর্ঘটনার শিকার হলে মানুষ প্রাণ হারাতে পারে।’ পাশাপাশি তিনি বলেন, ‘সম্প্রতি আমরা বিন্নাগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে গেটে এই সচেতনতা অভিযান করা হয়েছিল, এর আগে ডালগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন গেটেও সচেতনতা অভিযান হয়েছিল, মঙ্গলবার কালচিনির পর, অন্যান্য সকল এলাকায় এই ধরনের সচেতনতা অভিযান চালানো হবে।’

Related Articles