রাজ্যের খবর

২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বিশ্ব ডুয়ার্স’ উৎসব

'World of Dooars' festival begins on January 2

Truth Of Bengal: অমল মুন্ডা, আলিপুরদুয়ার: আগামী ২ রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৯ তম বর্ষ বিশ্ব ডুয়ার্স উৎসব, বৈঠকে সিদ্ধান্ত উৎসব সমিতির। শনিবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার মহকুমা শাসক দপ্তরের কনফারেন্স হলে ১৯ তম বর্ষ ডুয়ার্স উৎসব নিয়ে বৈঠক আয়োজিত হয়। বৈঠকে সর্ব সম্মতিতে আগামী ২ শরা জানুয়ারি থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ১১ দিন ব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত হয়।

সেই বৈঠকেই সর্বস্তরের সাধারণ মানুষদের অবাধে প্রবেশের জন্য টিকিট ব্যবস্থা বাতিলের প্রতাব দেন ছাত্র ও যুব নেতার পাশপাশি মেন্টর প্রসেনজিৎ কর। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি স্নিগ্ধা শৈব, আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়, উৎসব সমিতির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ সমিতির অন্যান্য সদস্যরা।

Related Articles