রাজ্যের খবর

গণিতের তরুণ অধ্যাপকের বিশ্বসম্মান

Professors of Mathematics

The Truth of Bengal: ক্যালিফোর্নিয়ায় স্টান্ডফোর্ড ইউনিভার্সিটির তালিকায় জায়গা করে নিলেন বসিরহাট কলেজের গণিতের তরুণ অধ্যাপক সুদীপ মণ্ডল। গণিতে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান পেয়েছেন তিনি। খুশির হাওয়া ছাত্রছাত্রী থেকে পড়ুয়াদের মধ্যে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন অধ্যপক সুদীপ মণ্ডলকে। বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর গ্রামের বাড়ি। হতদরিদ্র পরিবারের সন্তান স্বপ্ন দেখতেন গণিত নিয়ে চর্চা করার।

ছোটবেলা থেকে গণিতের ওপর দক্ষতা ছিল। আজ বিশ্ব দরবারে তাঁর গণিতচর্চা স্বীকৃতি পেল। সন্তানের এমন সাফল্যে খুশি বাবা-মা থেকে শুরু করে গ্রামবাসীরা। তরুণ অধ্যাপক ডঃ সুদীপ মণ্ডল জানান, ছাত্র-ছাত্রীরা গণিতের ওপর চর্চা করলে আরও ভাল ভাবে এগোবে সমাজ। তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ছাত্র-ছাত্রীরা স্বপ্ন দেখছেন গণিত নিয়ে চর্চা করার।

সবাই গর্বিত গণিতের অধ্যাপকের এমন বিশ্ব সম্মানপ্রাপ্তিতে।সুদীপবাবু শুধু বসিরহাটের গর্ব নন, রাজ্য তথা দেশের গর্ব।অধ্যাপকে কৃতিত্বে গর্বিত গোটা কলেজ। অধ্যাপককে শুভেচ্ছা জানিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ।অনেক ছোট থেকে সুদীপ মণ্ডল গণিতের ওপর দক্ষ। ভাললাগার বিষয় গণিত নিয়ে চর্চা করতে ভালবাসেন। আজ সেই গণিতচর্চা তাঁকে বিশ্ব তালিকায় জায়গা করে দিল। এমন সাফল্যে কলেজ সহ গোটা এলাকায় খুশির হাওয়া।

Related Articles