রাজ্যের খবর

দালাল চক্রের ফাঁদে চা শ্রমিকরা, জীবিত মানুষকে মৃত দেখিয়ে তুলে নেওয়া হচ্ছে পিএফের টাকা

Workers trapped in a ring of brokers, PF money being withdrawn by pretending to be dead by living people

Truth of Bengal: ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের সঞ্চিত পিএফ টাকা নানা ভাবি হাতিয়ে নেওয়ার জন্য দালাল চক্র সক্রিয়। বিভিন্ন সময়ে অভিযোগ আসে দালালরা বিভিন্ন উপায়ে শ্রমিকদের পিএফ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনকি জীবিত মানুষ কে মৃত দেখিয়ে তার পিএফ টাকা আত্মসাৎ করছে দালালরা এমন ঘটনা সামনে আসছে।

আলিপুরদুয়ার জেলার  মাদারিহাট ব্লকের ডীমডীমা চা বাগানের শ্রমিক জয়পাল মাছুয়া সে জীবিত বাগানে কাজে যাচ্ছে কিন্ত তাকে মৃত দেখিয়ে তার পিএফ টাকা পিএফ দফতরে ক্লেম করা হয়েছে এবং এই বিষয়ে পিএফ অফিস থেকে যখন বাগানে কাগজ আসলে বিষয়টা জানাজানি হয়। ইতিমধ্যে জয়পাল মাছুয়া ও তার পরিবারের সদস্যরা এই বিষয়ে অভিযোগ করেছে। অভিযোগ এই যে দালালরা জয়পাল মাছুয়া নামে জলপাইগুড়ি জেলার তৃণমূল পরিচালিত মাল পৌরসভা মৃত্যু শংসাপত্র বের করে পিএফ অফিসে ক্লেম করছে। জীবিত ব্যাক্তিকে মৃত বানানো হচ্ছে।

এর পূর্বেও  কালচিনি ব্লকের  তোর্ষা চা বাগানে এমন এক ঘটনা সামনে এসেছিল সেখানেও দালালরা তোর্ষা চা বাগানের এক শ্রমিকের নামে মাল পৌরসভা থেকে মৃত্যু শংসাপত্র বের করে তার পিএফ ক্লেম করেছে এক্ষেত্রে ও জীবিত ব্যাক্তিকে মৃত দেখানো হয়েছে।

এতে স্পষ্ট ডুয়ার্সের চা বলয়ে দালাল চক্র সক্রিয়। এবং বারংবার তৃণমূল মাল পৌরসভা নাম সামনে আসছে কেননা সেখান থেকে ভুঁয়ো মৃত্যু শংসাপত্র বের হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা।

এই বিষয়ে বিজেপি কালচিনি বিধায়ক বিশাল লামা জানান, চা বাগানে দালাল ভরে গিয়েছে প্রশাসন কোনো কিছু করছেনা কোনো গ্ৰেফতারি হচ্ছেনা হয়তঃ সবাই মিলে খাচ্ছে।

এই বিষয়ে তৃণমূল মাদারিহাট বিধায়ক জয়প্রকাশ টোপ্পো জানান, আমরা চা শ্রমিকদের পিএফ নিয়ে সবসময় আন্দোলন করে যাচ্ছি এবং আমরা চাই যে দোষী তার শাস্তি হক এবং আমরা চা শ্রমিকদের পাশে আছি।

বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানান, একদিকে চা বাগানের শ্রমিকদের বিয়ের টাকা যাওয়া হচ্ছে না, অন্যদিকে বিভিন্ন সরকারি কার্যালয় থেকে ভুয়ো মৃত্যু সার্টিফিকেট বের করে তাদের নামে পিএফ টাকা ক্লেম করা হচ্ছে। আমরা চাই এর সঠিক তদন্ত করা হোক যারা এর সাথে যুক্ত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Related Articles