মঙ্গলপুর জুট মিলের কাজ শুরু ১ ডিসেম্বর
Work on Mangalpur jute mill to begin on December 1

Truth Of Bengal: নতুন বছর শুরুর আগে খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। বহু বছর ধরে বন্ধ ছিল মঙ্গলপুর জুট মিল। অবশেষে খুলতে চলেছে এই জুট মিল। মঙ্গলপুর জুট মিলের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে শ্রম বিভাগের সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম বিভাগের দফতরে অনুষ্ঠিত সেই বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলপুর জুট মিলের পক্ষ থেকে রাঘবেন্দ্র গুপ্ত শ্রমমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিয়ে জানিয়েছেন, জুট মিলের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৪ থেকে।
প্রাথমিক ভাবে মিলে একটি শিফটে কাজ শুরু হবে সকাল সাতটা থেকে। দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত লাঞ্চ ব্রেকের পর কাজ হবে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই কাজের সময়ের জন্য শ্রমিকদের ৮ ঘন্টার নিয়মিত মজুরি এবং ২ ঘণ্টার ওভারটাইম প্রদান করা হবে। শ্রম দফতরকে দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ বিভাগ থেকে শুরু করে পর্যায় অনুসারে শ্রমিকদের চাকরিতে নেওয়া হবে ও কাজের স্থগিতাদেশের সময়কালকে “নো-ওয়ার্ক-নো-পে” হিসাবে গণ্য করা হবে।
এই বিষয়ে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, বহু দিন বন্ধ ছিল এই জুট মিল। ত্রিপাক্ষিক আলোচনার পর খুলছে এই মিল। রাজ্য সরকার শিল্প নিয়ে উদ্যোগী। নতুন শিল্প স্থাপন ও বন্ধ কারখানা খোলার ক্ষেত্রে যে কোনও আলোচনায় বসতে রাজি সরকার। এই জন্য সবরকম সাহায্যও করা হবে। শ্রম বিভাগের তরফ থেকে মালিক পক্ষ শ্রমিক সংগঠনের সঙ্গে বসার পরই সমাধান সূত্র বেরিয়েছে।