বীরভূমে অনুষ্ঠিত হল মহিলা ভলিবল প্রতিযোগিতা
Women's volleyball competition held in Birbhum

Truth Of Bengal: পার্থ দাস, বীরভূম: সিউড়ি ডিএসএ-র উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের মহিলা ভলিবল প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছিল বোলপুর, রামপুরহাট এবং সিউড়ি – এই তিনটি সাবডিভিশনের মহিলা টিম। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিজয়ী হয় বীরভূম একাডেমী স্পোর্টস। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উদ্যোক্তারা।
এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিলেন বাণীমন্দির অমৃতা রঞ্জন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক অক্ষয় কুমার দাস। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রাঙ্গণে ‘বীরভূম একাডেমী স্পোর্টস’ নামে মহিলা ভলিবল টিম গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা বহুবার জয়লাভ করেছে। এবারের জেলা স্তরের এই আয়োজনে আবারও সেই টিম তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।
উল্লেখযোগ্যভাবে, বীরভূমে মহিলাদের খেলাধুলায় প্রথম স্থানে রাখতে কন্যাশ্রী ক্লাব সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে চলেছে, যার ফলে জেলার মহিলা খেলোয়াড়রা ক্রমেই উঠে আসছেন রাজ্য এবং দেশের মঞ্চে।