হরিদেবপুরে মহিলার দেহ উদ্ধার , চাঞ্চল্য এলাকায়
Woman's body recovered in Haridebpur, Chanchalya area

The Truth Of Bengal :হরিদেবপুর থানার কৈলাস ঘোষ রোডে একটি বাড়ির কুয়ো থেকে উদ্ধার এক মহিলার দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মৃত ব্যাক্তির নাম উমা দাস , বয়স ৫২ ।
স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশিদের সঙ্গে কথাও হয় উমা দাসের। তারপরই আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি । এরপর রাত্রি ৯টা নাগাদ নিজের বাড়ির কুয়োর থেকে উদ্ধার হয় উমা দাসের দেহ। স্থানীয় বাসিন্দারা জানান , মৃতার বাড়ির লোকজনের বহুদিন ধরেই উমা দাসের উপর অত্যাচার চালাতেন। মৃত মহিলা কোনও কাজেই পাশে পেতেন না পরিবারের কাউকে। স্বামী, ছেলে এমনকী ছেলের বউয়ের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছে পাড়া প্রতিবেশীরা ।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর। এবং তার সামনেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা । পাশাপশি ঘটনা স্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ । এবং পুলিশ নিহতের স্বামী , ছেলে ও পুত্রবধূকে আটক করে হরিদেবপুর থানায় নিয়ে যান ।
Free Access