“তাকে কি বসিয়ে স্যালারি দেবে সরকার?”, কাকে নিয়ে এমন বললেন দেবাংশু?
Will the government give him a salary?

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। আরজি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে মমতার সরকারকে। আজ সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিসান বেঞ্চে ছিল আজকের মামলা। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। বর্তমানে কিছুটা চাপে রয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ নিয়ে এক ফেসবুক পোস্ট করলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর এই পোস্টে অনেকেই তাঁদের নিজেদের মতামত পোষণ করেছেন। কেউ দেবাংশুর পোস্টে সহমত পোষণ করছেন। আবার কেউ তাঁর বিরুদ্ধেও চড়িয়েছেন সুর।
আরজি কর কাণ্ডে তোলপাড় যখন গোটা দেশ ঠিক সেই প্রেক্ষাপটে সিবিআই-এর দুয়ারে হাজির হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজও তাঁকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ ফেসবুকে পোস্ট করে লেখেন, “আবার একদল বলতে শুরু করেছে, সন্দীপ ঘোষকে আবার একটা পদে দিল সরকার”। আরজি কর হাসপাতাল থেকে সরিয়ে তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। কিন্তু সেখানেও একদল মানুষ অসন্তোষ বোধ করায় সেখান থেকে আবার তাঁকে স্বাস্থ্য ভবনে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ পদে পাঠানো হয় সন্দীপ ঘোষকে।
এদিন দেবাংশু বলেন, “আরে ভাই শিক্ষার্থীদের দাবি ছিল ওকে কোন ইনস্টিটিউটের মাথায় বসানো যাবে না। তাই ওকে স্বাস্থ্য ভবনে পোস্টিং দেওয়া হয়েছে। সে একজন সরকারি কর্মচারী; কোথাও না কোথাও তো তাকে পোস্টিং দিতেই হবে! তাকে কি বসিয়ে স্যালারি দেবে সরকার? আর বরখাস্ত কেউ তখনই হয় যখন কারো দোষ আদালতে প্রমাণিত হয়। ততদিন পর্যন্ত সন্দীপ ঘোষকে জামাই আদর করে পয়সা দেবে সরকার? তাকে দিয়ে কাজ করাবে না? আজব তো!”