রাজ্যের খবর

মগরাহাটে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক স্বামী

Wife hacked to death in Magrahat, husband absconding

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত উড়েলচাঁদপুর গ্রামে ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। রবিবার সকালে গ্রামের এক ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সুস্মিতা মন্ডল নামে এক গৃহবধূর মৃতদেহ।

স্থানীয়দের নজরে আসে ঘরের ভিতর পড়ে থাকা রক্তাক্ত দেহটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পাঠায় ডায়মন্ড হারবার মর্গে ময়নাতদন্তের জন্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী গোপীনাথ মন্ডল ঘটনার পর থেকেই পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে কুপিয়ে খুন করে পালিয়ে গেছেন অভিযুক্ত। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Related Articles