রাজ্যের খবর

রিচার্জের দাম নিয়ন্ত্রণে কেন্দ্র কেন সক্রিয় ভূমিকা গ্রহণ করছে না? সরব বর্ধমানের বাসিন্দারা

Why is the center not taking an active role in regulating recharge prices?

The Truth of Bengal: প্ল্যানের খরচ বাড়িয়েছে জিও,ভোডাফোন,এয়ারটেল। তাই গ্রাহকরা এখন বিএসএনএলের কানেকশন নিতে আগ্রহী হয়ে উঠেছে। বেসরকারি সংস্থার খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে অনেকেই বলছেন। এভাবে বেসরকারি ৩ সংস্থার রিচার্জ প্ল্যান বাড়তে থাকায় তাঁদের গ্রাহক সংখ্যা কমতে পারে। কেন কেন্দ্রীয় সরকার, মোবাইলের মতো অতি প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিচ্ছে না,সেই প্রশ্ন তুলে বর্ধমানের গ্রাহকরা সরব হচ্ছেন।

মুঠোফোন হাতে থাকলে মুঠোয় থাকবে দুনিয়া। কারণ তথ্যের হাইওয়ের যুগে মোবাইল ছাড়া জীবন চলা অচল। যোগাযোগের অন্যতম আধুনিক মাধ্যম হল এই ছোট যন্ত্রটি।অনলাইন ক্লাস বা অনলাইন চাকরি যাঁরা করেন তাঁদের কাছেও এই ম্যাজিক যন্ত্রের গুরুত্ব আলাদা। এখন আট থেকে আশি সকলেই মোবাইলের ওপর নির্ভরশীল। কিন্তু সেই মোবাইলই এখন খরচ সাপেক্ষ হয়ে উঠছে। বাজারে কেন্দ্রীয়  নিয়ন্ত্রণ না থাকায় বেসরকারি সংস্থাগুলো ভোটের পর ইচ্ছেমতো রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।  জিও, ভোডাফোন, এয়ারটেল, এই ৩ সংস্থাই ৩জুলাই থেকে  মাসুল বৃদ্ধি করেছে।টেলিকম রেগুলেটরি  অথরিটি অব ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে

দেশের ১১৯কোটির কাছে মানুষ

মোবাইল ব্যবহার করেন

রিলায়েন্স জিও-র গ্রাহক ৪৭ কোটির বেশি

এয়ারটেল ব্যবহার করেন ৩৯কোটির বেশি

ভোডাফোন মোবাইলে  বার্তা বিনিময় করেন

২২কোটির  কাছে মানুষ

৩কোম্পানির মোবাইলের বাজার  নিয়ন্ত্রণ করে

৯১.১৩শতাংশের কাছে

আগামীদিনে এই ৩ কোম্পানির গ্রাহক সংখ্যা কমার সমূহ সম্ভাবনা রয়েছে।কারণ কলকাতার মতোই জেলার গ্রাহকরাও বিএসএনএলের কানেকশন নেওয়ার জন্য এগিয়ে আসছেন।বর্ধমান শহরে সেই প্রবণতা লক্ষ্য করা গেল।

৩ মোবাইল কোম্পানি তাদের রিচার্জের  দর বাড়ানোয় ফাঁপরে পড়েছেন  মধ্যবিত্ত সমাজের মানুষ।এভাবে রিচার্জ বাড়ায় সাধারণ মানুষের আর্থিক কষ্ট বে়ড়েছে, নাগালের বাইরে চলে যাচ্ছে ব্যয়। পূর্ব বর্ধমান জেলার বিএসএনএল এর এজিএম ভোলা মাহেলি জানান,যেভাবে নতুন গ্রাহক বিএসএনএল এ আসছে সেজন্য, তিন মাসের মধ্যে বিএসএনএলের  নিজস্ব নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে।কার্যত তিনি চ্যালেঞ্জের সঙ্গে জানান এই নেটওয়ার্কিং দিয়ে ভারতবাসীর মন জয় করবে তারা ভারতের মতো উন্নয়নশীল দেশে সরকারি সংস্থার রাশ কেন আলগা করে দেওয়া হচ্ছে ?  কেন বেসরকারি সংস্থাগুলোকে ইচ্ছেমতো রিচার্জ প্ল্যান কার্যকর করার দরজা হাট করে খুলে দিয়েছে বিজেপি সরকার ?সেই প্রশ্ন তুলছে অনেকেই।

Related Articles