বজ্রপাতের জেরে ভষ্মীভূত আস্ত ব্রয়লার মুরগির ফার্ম, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা
Whole broiler chicken farm destroyed by lightning, many losses feared

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস :- মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় বৃষ্টি এবং ঝড় হওয়ার সাথে বজ্রপাত। আর সেই বজ্রপাতের জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত বয়লার মুরগির ফার্ম। ঘটনাটি ঘটেছে জেলার তালডাংরা ব্লকের আধকড়া গ্রামে।
জানা যায়, ফার্মে আগুন লাগার বিষয়টি জানাজানি হতেই ফার্মের মালিকসহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বিভাগে এবং স্থানীয় পুলিশ থানায়। পরবর্তী সময়ে আগুন নেভানোর জন্য তালডাংরা ফায়ার স্টেশন থেকে একটি বড় গাড়ি আশায় ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় পরে বিষ্ণুপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে আসে একটি ছোট ফায়ার ব্রিগেড এর গাড়ি। ততক্ষণে ফার্মটি সমগ্র অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং ফার্মের ভিতর ত্রিপল,খড়, মুরগির ড্রিঙ্কার ও ফিডার সহ টিনের ছাউনিতে আগুন দাও দাও করে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে দমকল বাহিনীর কর্মীদের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায় রাত সাড়ে ১১ টা পর্যন্ত। তবে এই ফার্মের ভিতর মুরগি ছিল না, মুরগি থাকলে হয়তো ক্ষতির পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যেত এমনটাই জানাচ্ছেন তিনি।
ফার্মের মালিক প্রণব চক্রবর্তী জানান রোজগারের সম্বল তার এই ফার্ম। ফার্ম থেকে মুরগি পালন করে সংসার নির্বাহ করতেন আর তাই ৩০০০ মুরগির ক্যাপাসিটি এই বয়লার ফার্ম আগুনে পুড়ে যাওয়ায় রোজগারের এর শেষ সম্বল টুকু শেষ হয়ে গেল তার। এখন কি করবেন ভেবেই কূল পাচ্ছেন না এই ফার্মের মালিক প্রণব চক্রবর্তী।