রাজ্যের খবর

কাশ্মীর বেড়াতে গিয়ে ঘোড়ায় সওয়ারি, হঠাৎ ঘটল অঘটন

While riding a horse while visiting Kashmir, an accident happened suddenly

Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : কাশ্মীরে ঘুরতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু ব্যবসায়ীর। মৃতের নাম দেবব্রত ঘোষ। বাড়ি দাদপুরের হাসনান বারোয়ারীতলার ঘোষপাড়ায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, দেবব্রতর ধনিয়াখালীর শিবাইচন্ডি তলায় বীচের দোকান রয়েছে। একটি টুরিস্ট কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি বেশ কয়েকজনকে কাশ্মীর ঘুরতে নিয়ে যাওয়া হয়। গত সোমবার দুপুরে হাসনানের বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবব্রত। কাশ্মীর পৌঁছানোর পর প্রতিদিনই পরিবারের সঙ্গে ফোনে কথা হতো।

বৃহস্পতিবার বিকেলে দেবব্রতর পরিবারকে ফোন করে দুর্ঘটনার কথা জানানো হয়। পেহেলগাওয়ে ঘোড়ার পিঠে চড়ে যার ঘোড়া তাকে ছবি তুলতে বলেন দেবু। সেই সময় কোন কারনে ঘোড়ার পিঠ থেকে ৭ ফুট নিচে একটি জায়গায় পড়ে যান। এরপর সেখান থেকে দেবুকে তুলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দেবুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Related Articles