রাজ্যের খবর

জাতীয় সড়ক পার হতে গিয়ে চক্ষু চড়কগাছ, দাপিয়ে বেড়াচ্ছে হাতি

While crossing the national highway, the eyes are filled with maple trees and elephants

The Truth Of Bengal : কালিম্পং : সোমবার সাত সকালে ১৭ নং জাতীয় সড়ক পারাপার করল হাতি। এদিন সকালে মালবাজার থেকে সেবক হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন কয়েকজন। সেসময় তারা যখন মংপো পারছিলেন তখন তারা দেখেন যে একটি হাতি জাতীয় সড়ক পারাপার করছে। এভাবে সাতসকালে হাতি দেখে খুশিতে আত্মহারা হয়ে সেই মুহূর্তের ভিডিও মোবাইল বন্দি করেন তারা। হাতিটি কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে চলে গেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যান তারা। উল্লেখ্য কালিম্পং জেলার অন্তর্গত মংপো ফরেস্ট থেকে মাঝেমধ্যেই জাতীয় সড়ক পারাপার করতে দেখা যায় বন্যপ্রাণীদের। এদিনও সকালে জাতীয় সড়ক পারাপার করছিল একটি হাতি।

শুধুমাত্র এবারই নয় এর আগেও বহুবার বুনো হাতির দলকে ১৭ নং জাতীয় সড়ক পারাপার করতে দেখা গিয়েছে। তবে কখনও দেখা গিয়েছে দাপিয়ে বেড়াতে আবার কখনও অতি শান্তভাবে রাস্তার এদিক থেকে ওদিকে পারাপার করছে।

Related Articles