রাজ্যের খবর

কবে হবে সেট পরীক্ষা? জানুন বিস্তারিত

When will the SET exam be held? Know the details

Truth Of Bengal: রাজ্যের বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আগামী ১৪ ডিসেম্বর স্টেট এলিজিবিটি টেস্ট’ (সেট) পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। বৃহস্পতিবার ২৭তম সেট পরীক্ষার তারিখ পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsc.org.in- এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৪ ডিসেম্বর, রবিবার, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত ২টি সেশনে ২টি পত্রে পরীক্ষা হয়। ১০০ নম্বরের প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা আর দ্বিতীয় সেশনে ২০০ নম্বরের দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় বসার আগে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। তবে কবে থেকে আবেদন তা জানা যায়নি। ২০২৪ সালে ১৫ ডিসেম্বর হয় ২৬তম সেট পরীক্ষা। বসেছিলেন ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় প্রশ্নপত্রে জিপিএস ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল।

কলেজ সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী, সেট পরীক্ষায় বসতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম ৫৫% ডিগ্রি নম্বর থাকতে হবে। ওবিসি, তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫০% নম্বর থাকা আবশ্যক।

স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদনের যোগ্য। তবে সেক্ষেত্রে সেট পরীক্ষার ২ বছরের মধ্যে স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল প্রকাশ হতে হবে। পিএইচডি ডিগ্রিরাও আবেদনের যোগ্য। স্নাতকোত্তর স্তরের বিষয়ই সেট পরীক্ষার বিষয় হিসাবে বেছে নিতে হবে। যদি বিষয় তালিকাভুক্ত না হয় তবে পরীক্ষার্থীদের ইউজিসি নেট/সিএসআইআর-ইউজিসি পরীক্ষায় বসতে হবে।

১৪ ডিসেম্বর ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রের পূর্ণ মান ১০০। ৫০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। এক ঘণ্টার পরীক্ষা। জেনারেল টিচিং ও রিসার্চের গভীরতা যাচাই করা হবে। সাধারণ জ্ঞান ও চিন্তাধারার ওপর প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে বিষয়ভিত্তিক ১০০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। ২ ঘণ্টার পরীক্ষা হবে।

Related Articles