রাজ্যের খবর

আবাসের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কবে? বড় আপডেট

When will the second installment of awas yojna happen? take a look

Truth Of Bengal: মে মাসে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা। দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। আরও ৬০হাজার টাকা করে পাবেন উপভোক্তারা। প্রায় ১৩লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন।

এদিকে, আবাস যোজনাতে উপভোক্তাদের সমস্যার কথা মাথায় রেখে আরো কড়া ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার। অনেক সময় ঘুষ চাওয়ার অভিযোগ আসছে। এমন অভিযোগ এলে স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হলো নবান্ন থেকে। পাশাপাশি এ বিষয়ে সচেতনতামূলক প্রচার করতে হবে। নির্দেশ নবান্ন’র।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাজ্যে ক্ষমতা বদল হয়। আমজনতার জন্য সেই সময় থেকেই বেশ কিছু সামাজিক প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে কন্যাশ্রী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বহু প্রকল্প রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকার আর টাকা দিচ্ছে না। কিন্তু মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। লক্ষীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী সমস্ত প্রকল্পে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায়। কিন্তু ট্যাব কেলেঙ্কারির বিষয়টি মাথায় রেখে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার জন্য একাধিক দফা গাইডলাইন প্রকাশ করেছে রাজ্যের অর্থ দফতর।

Related Articles