রাজ্যে কি হবে হাওয়া বদল! জাঁকিয়ে ঠান্ডা নাকি শীতের মুখে ঝেঁপে বৃষ্টি পড়বে?
West Bengal Weather Update

The Truth of Bengal: রাজ্যজুড়ে আপাতত শুকনো আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। বুধবার থেকেই হতে পারে হাওয়া বদল। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। তবে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। তবে দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপে পরিণত হবে। আগামী ১২ ঘন্টায় বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকাতে সোমবার ২৭ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী দুই দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ২৯ শে নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।
নভেম্বরের শেষে শুরু হবে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বৃহস্পতিবার। ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শুরুতে আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে। একটি ঘুর্নাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম আরব সাগরে। এই ঘুর্নাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে গুজরাট পর্যন্ত। অন্যদিকে, উইকেন্ডে আবহাওয়ার বদল, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। সকাল সন্ধ্যে শহরজুড়ে থাকবে শীতের আমেজ। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯৫ শতাংশ।
Free Access