হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে! আগামী ৪ দিনে আরও কমতে পারে তাপমাত্রা
West Bengal Weather Update

The Truth of Bengal: রাজ্যজুড়ে এথন সকাল সন্ধ্যেয় হালকা শীতের আমেজ বর্তমান। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন এই শীতের আমেজ বজায় থাকবে।
কলকাতায় ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও শীতের আমেজ ক্রমশ বাড়বে।
দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় সামান্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
Free Access