কলকাতারাজ্যের খবর

নিম্নচাপের জেরে শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি

West Bengal Weather Update

The Truth of Bengal: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মূলত নিম্নচাপ অক্ষরেখার জেরেই পূর্ববর্ধমান,পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হয়। শুক্রবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে আগামী ৫ দিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রাত থেকেই মুষল ধারায় শুরু হয় বৃষ্টি  ।আর বুধবার  সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার।কখনও ঝিরঝিরে কখনও ঝমঝমে বৃষ্টি নামে রাজ্যের একাধিক জেলায়।বলা যায় উল্টোরথে ভারী বৃষ্টির দাপট দেখা যা।   কলকাতার মতোই বিভিন্ন জেলায় ভারী বর্ষণে সমস্যায় পড়েন পথচলতি মানুষ।উপকূলের জেলাগুলোতে  ব্যাহত হয় জনজীবন।বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে যায়।

একটি নিম্নচাপের প্রভাবেই আষাঢের বর্ষণ। বর্তমানে সেই নিম্নচাপের অবস্থান মধ্যপ্রদেশের উত্তর-পূর্ব দিকে। এর সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জন্যই  রাজ্যজুড়ে অধোর ধারায় বৃষ্টি হয় বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গে   বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দু- এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বর্ধমানে ভারি বৃষ্টি হতে পারে। ৩০ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে  ।  উত্তরবঙ্গে   আগামী পাঁচ দিন বৃষ্টি  চলবে বলেও জানানো হয়েছে।

Related Articles