
The Truth of Bengal: সপ্তাহান্তে আবারও তাপমাত্রার পতন। সকাল থেকেই শুরু হাড়কাঁপুনি শীত। শুক্রবার কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশার পরিমাণও।
ভোর হতেই চার দিক কুয়াশার চাদরে ঢাকা যাচ্ছে দুই বঙ্গসহ শহর কলকাতা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার আস্তরণ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্জার কারণে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে।
Free Access