রাজ্যজুড়ে শুরু শীতের দাপট! সংক্রান্তিতে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রার পতন
Weather Update of West Bengal

The Truth of Bengal: পৌষ সংক্রান্তিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে শীতের দ্বিতীয় ইনিংস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় ৫ ডিগ্রি মত কমেছে তাপমাত্রা। শুরু হয়ে গিয়েছে উত্তরের হাওয়ার দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, ২-৩ দিন পরই বদলে যাবে আবহাওয়া।। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশের সম্ভাবনা; বাড়বে তাপমাত্রা। ২-৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নেমে গেছে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০০ মিটারের নিচে নেমে যেতে পারে। আগামী দু-দিনে একই রকম তাপমাত্রা থাকবে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায়। ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশার দাপট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে।
Free Access