“যেদিন জাহাঙ্গীর থাকবে না, সেদিন আমরাও দেখে নেবো” : তৃণমূলকে হুমকি বিজেপির
"We will see the day when Jahangir is not there": BJP threatens Trinamool

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী সোনারপুর :- যেদিন পেশি শক্তি থাকবে না, এবং যেদিন জাহাঙ্গীর থাকবে না সেদিন আমরাও দেখে নেবো। পাশাপাশি নাম না’ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কেও একযোগে আক্রমণ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর। তিনি বলেন বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোনও সময় পা, কোনও সময় মাথা ফাটা, এক প্রকার নাম না করে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নাম না করেও তিনি বলেন, জোর গলায় বলছে, কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না ডায়মন্ড হারবারে। একটা লোকসভা। কেউ ঘুরেও তাকাচ্ছে না। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, একটা তো গেছে ভেতরে, এবং গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে, সেদিন আমরা দেখব।
বুধবার রাতে সোনারপুরের কালিবাজার এলাকায় একটি পথসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী কে। তিনি কিছুক্ষণ পথসভায় বক্তব্য রাখার পর সোজা একটি বাজারে ঢুকে যায়। সেখানে ঢুকে ব্যবসায়ীদের সাথে আলাপচারিতা করেন। তার মাঝেই ব্যবসায়ীদের মধ্যে থেকে উঠলো জয় শ্রীরাম শ্লোগান। ব্যবসায়ীদের থেকে এ ধরনের সারা পেয়ে’ অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।