রাজ্যের খবর

আমরা কথা নয় কাজে বিশ্বাসী, শালবনিতে বললেন মুখ্যমন্ত্রী

We believe in action, not words, says Chief Minister in Shalbani

Truth Of Bengal: আমরা কথা নয়, কাজে বিশ্বাস করি। শালবনিতে জিন্দালদের দুটি পাওয়ারপ্লান্ট-এর শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার শিল্প সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে শিল্প বিনিয়োগের চেয়ে প্রতিশ্রুতি মিলেছিল তার সুফল পাওয়া যাচ্ছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাণিজ্য সম্মেলনে ১৯ লক্ষ কোটি প্রস্তাব এসেছিল। ইতিমধ্যে ১৩ লক্ষ কোটি বিনিয়োগ হয়েছে। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান থেকে আবারও বললেন, বাংলা এখন শিল্পের গন্তব্য। রাজ্যের ছটি ইকোনমিক অডিটর তৈরি করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জিন্দালরা যে পাওয়ার প্লান্ট তৈরি করছে তা একটি ঐতিহাসিক প্রকল্প হিসেবে পরিগণিত হবে।

রাজ্যে শিল্প বিনিয়োগ যত বাড়বে বিদ্যুতের তত চাহিদা বাড়বে। সেই চাহিদা মেটাবে এই প্রকল্প। সেই সঙ্গে কর্মসংস্থানের জোয়ার আসবে রাজ্যে। আগামী প্রজন্মের জন্য এই কর্মসংস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রকল্পে ১৫০০০ কর্মসংস্থান হবে। রাজ্যে এধরনের বড় প্রকল্প গড়ে তোলার জন্য সজ্জন জিন্দালকে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। এই পাওয়ার প্লান্ট থেকে রাজ্য বিদ্যুৎ কিনবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা মেটাবে জিন্দালদের বিদ্যুৎ প্রকল্প।

Related Articles