তোতাপাড়ায় জল সঙ্কট! বিকল সোলার প্যানেল, পাইপ বসেও জল নেই
Water crisis in Totapara! Broken solar panels, no water even though pipes are installed

Truth Of Bengal: জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট ব্লকের তোতাপাড়া ফরেস্ট বস্তি এলাকায় পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে প্রায় ৫০টি পরিবার। বনবস্তির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নির্ভর করছেন সোলার প্যানেল-নির্ভর পানীয় জলের উপর। কিন্তু সেই ব্যবস্থাও এখন অকার্যকর। দীর্ঘ সময় ধরে সোলার প্যানেলের কিছু যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে রয়েছে। উপরন্তু একটানা বৃষ্টি বা মেঘলা আকাশ থাকলে জল ওঠে না বললেই চলে।
সাধারণত গ্রীষ্মের সময় কুয়োর জলই ছিল একমাত্র ভরসা। কিন্তু সে জলও এখন আর নিরাপদ নয়। কুয়োর জল থেকে পোকামাকড়, কাঁকর, মাটি উঠে আসছে প্রতিদিনই। স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েই ওই জল খেতে বাধ্য হচ্ছেন এলাকাবাসীরা।
যদিও বহু প্রতীক্ষার পর এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে নলবাহিত পাইপ বসানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই পাইপলাইনের মাধ্যমে এখনো পর্যন্ত জল সরবরাহ শুরু হয়নি। ফলে পাইপ থাকা সত্ত্বেও কার্যত কোনও সুবিধা মিলছে না।
এলাকাবাসী ইন্দ্র পাল সিং জানান, “সোলার প্যানেলের জল নির্ভরযোগ্য নয়। মেঘলা দিনে উঠে না। বাধ্য হয়ে কুয়োর নোংরা জল খেতে হয়। পাইপ বসানো হয়েছে, কিন্তু জল আজও এল না। সরকারের কাছে অনুরোধ, দ্রুত পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ চালু হোক।”
এ বিষয়ে বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন জানিয়েছেন, “পিএইচইর সঙ্গে প্রতিমাসেই রিভিউ মিটিং হয়। এই সমস্যা নিয়ে আগেও আলোচনা হয়েছে। আবারও বিষয়টি দেখা হবে।”
সরকারি উদ্যোগ দ্রুত কার্যকর না হলে জল-সঙ্কটে স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে নলবাহিত পানীয় জল পরিষেবা চালু করা হোক এবং সোলার ব্যবস্থাও সংস্কার করা হোক।