উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা, প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Warning of heavy rain in North Bengal, CM orders to be prepared

Truth Of Bengal: উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন। উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ। দুর্যোগ মোকাবিলায় দল তৈরি রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভুটানের বাঁধ থেকে জল ছাড়লে ডুবে গিয়ে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তেমন পরিস্থিতি তৈরি হলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। এরই মুখ্যমন্ত্রী বলেন পাঁচ দেশের সীমান্ত উত্তরবঙ্গের রয়েছে। দুর্যোগ পরিস্থিতি হলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এদিকে বন্যা মোকাবিলায় টাকা দেয় না কেন্দ্র। অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠক থেকে জেলা প্রশাসনের কর্তাদের তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেন।