‘সন্ধান চাই’…সামাজিক মাধ্যমে পোস্ট করে আরজি করে হামলায় অভিযুক্তদের খোঁজে কলকাতা পুলিশ
'Wanted'...Kolkata Police is looking for the accused in the attack by posting on social media

Truth Of Bengal: আর্জি কর হাসপাতালের ভয়াবহ হামলায় অভিযুক্তদের ছবি প্রকাশ করে কলকাতা পুলিশের “সন্ধান চাই” বার্তা। সমাজমাধ্যম থেকে পাওয়া ৫০টিরও বেশি ছবির মধ্যে কয়েকজনের ছবিতে লাল দাগ চিহ্নিত করে তাদের সন্ধান চাইছে পুলিশ।
পোস্টে লেখা হয়েছে, ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। যে কেউ নীচের ছবিতে লাল রঙে বৃত্তাকার ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করতে পারেন। সরাসরি আমাদের কাছে বা আপনার স্থানীয় থানার মাধ্যমে তা করার জন্য অনুরোধ করা হচ্ছে।’’
গতকাল রাতে আর্জি করে মেয়েদের রাত দখলের পরপরই তুমুল তাণ্ডবে উন্মাদ হয়ে ওঠে হাসপাতালের ভূপ্রিষ্ঠ। একদল মানুষ ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের মধ্যে ঢুকে ভাঙচুর শুরু করে মধ্যরাতের পরপরই। আন্দোলনকারীদের মঞ্চও ভেঙে চুরমার করে তীব্র ঝামেলার সৃষ্টি করে এই হাফ প্যান্ট, জেনজি পরা নির্দয় ভিড়।
হাসপাতালের বহু ঘর যেমন টিকিট কাউন্টার, HCCU (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), CCU (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুম ভাঙচুর করে তোচনকরা চেষ্টা এই ভিড়ের পাশাপাশী ভাঙচুর চলছিল আর্জি করের পুলিশ ফিরিয়ে।